প্রতিটি অন্তরে গভীর প্রান্তরে
নিতান্ত আপন কিছু কথা
প্রথিত থাকে শুধুই একান্তে।
যে কথা যায় না বলা কোনকালে,
চিরকাল রয় যতনে নিভৃতে।
হোক না যতই আপন
স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে
কিংবা প্রিয়জন,
কারো সাথেই বিনিময়
হয় না কখন।
জীবনে কখনো ঘটেছে এমনও দামী,
ঘটনার খবর
জানে অন্তর
আর জানে কেবল এক অন্তর্জামি।