পর্দার অন্তরালে
কী হচ্ছে কে জানে?
জানতে হলে যেতে হবে
পর্দার অন্তরালে।
একবার গেলে আর ফিরে তো না আসে
হারিয়ে যায় পর্দার আড়ালে।
যা কিছু তথ্য ফাঁস হয়েছে এ পাশ
চিরকুটের মাঝে,
দ্বিধাহীন চিতে মেনে নিতে হবে
করতে হবে একান্ত বিশ্বাস।
চিরকুটের তথ্য আদি উপাত্ত
বিশ্বাসী না হলে,
বুঝবে শুধু একা একা
পর্দা যেদিন উঠবে সেদিন
কী হয় অন্তরালে।

২৫ ডিসেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া