সন্দেহ তুমি বড় অপরাধী
অপরাধ তোমার শেষ হয়,
নিয়ে যায় ভাঙ্গন অবধি।
শুভ্র হৃদয়ের এক কোণে
কালিমা ছড়াও খেয়ালীতে
জান কী তুমি এর পরিণতি?
পবিত্র হৃদয় মাঠে চাষ হয়
যে ভালোবাসা কত প্রগতি।
নিছক তোমার খেয়ালীপনা
চুরমার হয় কত যে হৃদয়।
তোমার উৎস শুধু অনুমান
মূল্য কি আছে? বিনা প্রমাণ।
তবে কেন মিছে বাস কর হৃদে
বদ্ধ সুশীল সম্পর্ক বিচ্ছেদে?
পবিত্র সম্পর্ক মূলে সমাজ টিকে
অযথা বৃথায় তোমার বিলাসিপনায়
সামাজিক বন্ধন হয়ে যায় ফিকে।
প্রমাণ ছাড়া যে সন্দেহের ছায়া
এ যে বড় পাপ বিনাশে মায়া।
হও সাবধান মোমিন মুসলমান
প্রমাণ ছাড়া করোনা পাপী জ্ঞান।