পবিত্র তুমি মহান আল্লাহ
পবিত্রতা তুমি ভালবাসো
পবিত্র হাতে তৈরি আমি
পবিত্র আমায় রাখো।
কলুষ ভরা দুনিয়ার মাঝে
কলুষিত আমি চাইনা হতে
কলুষমুক্ত আমায় রাখো।
শয়তান আমার পিছে পিছে,
কলুষতার ডালি সাজিয়ে ফুলে
নিশীদিন ভুলায় মিথ্যা প্রলোভনে।
সময় তুমি সৃষ্টি করেছ
তুমি সময়ের উর্দ্ধে
অতিত, ভবিষ্যত কী বর্তমান
সবই তোমার নিয়ন্ত্রণে
তুমি ছিলে তুমি আছো
থাকবে ভবিষ্যতে
সৃষ্টি সবই ধ্বংস হবে
তোমার ইচ্ছাধীনে।
বেহেশত দোযোখ সৃজিয়াছ তুমি
পরীক্ষা করার ত্বরে
পানা চাই প্রভু তোমার দোযখে
কখনো দিওনা মোরে।
সকল ঈমানদারকে ক্ষমা কর প্রভু
তোমার রহমান নামের গুণে।
২১ নভেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া