হ্যা তোমাকেই বলছি, ঠান্ডা মাথায় মন দিয়ে শোন,
প্রাণপণ দৌড়াচ্ছ, প্রতিযোগিতা তুমুল অবিরত,
অবিচল মনোবল, জয়---- হবে নিশ্চয়,
কিন্তু ভেবেছো? জয় না পরাজয়?
তুমি কি সঠিক ট্রাকে আছো?
দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে
পৌঁছাতে কোন অভিষ্ট লক্ষ্যে,
হিতাহিত জ্ঞান হারিয়ে নৈতিকতা জলাঞ্জলি দিয়েছো?
কী তোমার লক্ষ্য করেছ স্হির?
তা কী যথাযথ?
নাকি ভুল ট্রাক নির্বাচন করেছো?
ভেবে দেখ।
ট্রাকের বাইরে দৌড়ে সময় স্বাস্থ্য দুটোই করেছ ক্ষয়
অথচ বোঝ নাই তুমি যে হয়েছ লাইনচ্যুত।
বিধাতা তোমাকে সৃজিলেন কী লক্ষ্যে,
তুমি আছো কী নিয়ে?
বৈভব চিন্তা আর মিছে মায়া মোহে
তুমি আজ হয়েছ অন্ধ।
বৈভব চিন্তায় আছো মশগুল কবরের চিন্তা ভুলে,
বেশি দিন নয় তোমার মোহ ভাঙ্গিবে অচীরেই।
সঠিক ট্রাক ধর এখনও সময় আছে।
০৩ নভেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া