সকাল দুপুর গড়িয়ে, বিকেল বেলা
ঘরে ফেরার সময় হলো বুঝি
এখনি ভুবিবে বেলা।
সোনালী রোদের সোনালী আভায়
রঞ্জিত মনে করেছ খেলা
হাসি তামাশায় মত্ত থাকিয়া
কেটেছে সকাল বেলা।
উত্তাল জোয়ার দুপুরে তোমার
টগবগ রক্ত করে খেলা
ধরাকে করেছ সরা জ্ঞান তুমি
বোঝ নাই তোমার শেষ হয়ে যায় বেলা।
এখন বিকেলে ক্লান্ত, শ্রান্ত
শরীর না দেয় সাড়া
হিসেবের খাতা খুলে দেখ দেখি
কতটা হয়েছে দেনা।
শুধিতে হবে, হয়েছে যত ঋণ,
হিসাব দিতে হবে, শেষ বিচারের দিন।
নিরাশ হয়ো না, কোরানের ঘোষণা,
শুনিয়া জুড়াও দিল,
তওবা কর থাকিতে বেলা,
তোমার যত গুণাহ করিবেন ক্ষমা
রব্বুল আলামিন।