দান করে তুমি ভেব না আমি,
হয়েছি দানবীর।
গরীবের হক্ক আদায় করেছ,
যা ছিল তোমার ঝণ।

ধন সম্পদ দিয়েছেন তিনি
পরীক্ষা করার ত্বরে,
গরীবের হক্ক গচ্ছিত রেখেছেন,
তোমার সম্পদের মাঝে।

ন্যায্য পাওনা আদায় করিতে
নেই কোন সংশয়,
তারাই তোমাকে দয়া করিবে,
তুমি তাহাদের নয়।

তোমার ক্ষুধার অন্ন যোগাতে
যে মহান চাষা,
মাঠে সোনার ফসল ফলায়,
তুচ্ছ করে রোদ, বৃষ্টি, খরা।

আকাশ চুম্বি তোমার অট্টালিকা বিলাসী
গড়িতে যে মহান শ্রমিক
জীবন করল বাজী।

ওরা ভিখারি নহে, পাওনাদার ওরা
ওদের কাছে তুমি ঝণী।
ধন সম্পদের মোহে তুমি
হয়েছ বিবেকহীন,
কখনো ভাবনি বাজিতে পারে
তোমার মরণ বীন।