মহিমা তোমার বুঝিনা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে
মানুষ করে সৃজিয়া মোরে শক্তি দিয়েছ ফুঁকে।
শক্তি তোমার অবিনশ্বর সাময়িক দিয়েছ মোরে,
জানি আবার অচীরেই নিবে তোমার নিয়ন্ত্রণে।
ধরা যায় না ছোঁয়া যায় না জানি না কোথায় থাকে,
কেমনে আমি রাখিব তারে আমার নিয়ন্ত্রনে?
তোমার মহিমা তুমি বোঝ খোদা আমার হলো দায়
বাস্তব যত সৃজন সৃজিয়া রয়েছ কল্পনায়,
প্রতিচ্ছবি কি আমি ছোট কলেবরে আমাতে দেখতে পাই?
বাস্তবে দিলে দেহখানা মোরে আত্মা চালনায়,
বাস্তব আবাস্তবের মিলন ঘটালে কী দারুণ পরিকল্পনায়।
তোমার রাজ্যে তুমি একা প্রভু বৈরী কেহ তো নাই,
আমার রাজ্যে হাজার শত্রু, হিমশিম মোকাবেলায়।
০২ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া