মাহে রমজান এলো ফিরে
মিয়া সাইফুদ্দিন
তারিখঃ ২৩ মার্চ ২০২৩
পশ্চিমে চেয়ে দেখো ঐ আকাশে,
গোধূলি ছেয়ে গেছে ঘন আবিরে,
আসমান উঠানে আজি রঙের মেলা,
লাল নীল শাড়ি পরে মেঘ বালিকা,
খুশি খুশি নেচে নেচে হয় উতলা,
শত রঙে রঞ্জিত রং তুলিতে
স্বর্গের ছবিখানা এঁকে দিল কে?
তারকা সকলে আজ কৌতুহল ভরে
চুপিচুপি উঁকি দেয় মিটিমিটি হেসে,
ঘটনা কী ঘটছে আজ সৌরজগতে।
এর-ই মাঝে দেখ চেয়ে নয়ন ভরে
একফালি চাঁদ হাসে মেঘের কোলে।
বলাকারা উড়ে উড়ে বলে দেশে দেশে
খোশ আমদেদ,
মাহে রমজান আজ এসেছে ফিরে।
মাহে রমজান আজ এসেছে ফিরে,
মোমিন মুসলমান খাস মেহমান
দাঁড়িয়ে দেখ তব দুয়ারে।
আসমানের সকল দরজা খুলে
রহমত, বরকত, মগফেরাত তোহফা ভরে,
মহান আল্লাহ পাঠিয়ে দিলেন তোমার ত্বরে,
বিশেষ নেয়ামত যতন করে
পালন কর শতভাগ পরিবার নিয়ে।
ক্ষুৎ পিপাসার অনল জালাও
শরীর কমাও, গোনাহ পোড়াও।
রহমত বয়ে যায় দরিয়া হয়ে,
নিষ্পাপ হয়ে যাও অবগাহনে।
খোশ আমদেদ,
মাহে রমজান আজ এসেছে ফিরে।