বিধাতার দেয়া হৃদয় খানা
যদি থাকে বিচলিত সদায়
প্রবৃত্তির কবলে,
খোদা ভীতির স্থান কোথায়?
রয়েছে যে অপদখলে।
একাগ্র চিত্তে হৃদয় বৃন্তে
স্বর্গীয় ফুল ফোটাতে
হৃদয় যদি কাঁদে,
দুরে সরে যায়, হাসে ব্যর্থতায়
প্রবৃত্তির পাতা ফাঁদে।
প্রবৃত্তির জালে আবিষ্ট মন
ছড়িয়ে মিথ্যা প্রোলোভন
করে অপসারণ বিধাতার আসন।
মিথ্যা মায়াজালে বন্দি হিয়া
থাকে চক্ষু বুজে,
খোদা ভীতি আর প্রেম ভালোবাসা
পালাবার পথ নেয় খুঁজে।
প্রবৃত্তির মোহে সিক্ত হৃদয়
কী হবে অশ্রু জলে?
সুশীল চিন্তা, প্রগতি ভাবনা,
লুটায় পদতলে।
সামাজিক বন্ধন করে খন্ডন,
ছিন্ন ভিন্ন করে,
প্রীয় মুখ গুলো সরে সরে যায়,
দুর থেকে বহু দূরে।
প্রবৃত্তির মায়াজালে বন্দি হৃদয়
সৃষ্টি কর্তা ভুলে,
ধ্বংসের পথে এগিয়ে যে চলে
দোযখের কূলে কূলে।