আমার প্রেমের নদী নিরবধী
সাগর পানে ধায়,
মধ্যপথের কঠিন শিলা
বাঁধ দিওনা উঁচিয়ে গলা
প্রেমের জলে যেও গলে
ধরবো তোমার পায়।
সাগর আমায় ডাক দিয়েছে
উর্দ্ধশ্বাসে ধাই,
প্রেম সাগরে মিলব আমি
প্রেমের টানে ভাই।
পাহাড় পুরে জন্ম আমার,
ঝর্ণা আমার ভাই,
দুজন মিলে করি খেলা
নূপুর পরে পায়।
হঠাৎ দেখি ডাকছে সাগর
মেঘের ইশারায়,
আয় ছুটে আয় আমার বুকে
তোদের নিয়ে খেলবো সুখে
ঢেউয়ের দোলনায়।
সেই থেকে ভাই প্রেমের টানে
চলছি ছুটে সাগর পানে,
বাঁধা পেলে মধ্যখানে
ধ্বংস করে যাই।
প্রেমের টানে ভাই।
কুষ্টিয়া, মিরপুর