পাঁচ ওয়াক্ত সালাত
কায়েম করি
সুস্থ জীবন, আদর্শ পরিবার, আদর্শ সমাজ গড়ি।
নান্দনিকতার সফল বাস্তবায়ন, অনন্য অবদান,
হেলা না করি ঐশ্বরিক আহ্বান।
পাঁচ ওয়াক্ত সালাত
পাঁচ বার ওযু করি পরিস্কার-পরিচ্ছন্ন থাকি,
রোগ বালাই দুর করি
দৈহিক-আত্মিক সুস্থ থাকি।
পাঁচ ওয়াক্ত সালাত
জীবন গঠনে, অনবদ্য প্রশিক্ষণ,
সময়ের মূল্যায়ন, নিয়মের বন্ধন,
করি নিশ্চয়ন, এসো সোনার মানুষ গড়ি।
পাঁচ ওয়াক্ত সালাত
ঘাটের মাঝি, স্টেশনের কুলি, ধনী-গরীব, শিল্পপতি,
ভেদাভেদ ভুলি, দাঁড়িয়ে এক সারি
করি সালাত আদায়, প্রতিষ্ঠিত সাম্যবাদি।
পাঁচ ওয়াক্ত সালাত
সুস্থতা রয় নিয়মিত শরীর চর্চায়,
নিশ্চিত হবে যথাযথ রুকু সেজদায়,
পাঁচ ওয়াক্ত সালাতে পাবে নিশ্চয়।
পাঁচ ওয়াক্ত সালাত
রুগ্ন ক্লিষ্ট সমাজ
অনর্গল প্রসব করে, ধর্ষক, চোর-ডাকাত,
একই সূত্রে গাঁথি
আনুগত্যের বন্ধনে বাঁধি
সুধিবে সমাজ।
পাঁচ ওয়াক্ত সালাত
জামায়াত কায়েম করি
ভ্রাত্বিত্বের বন্ধনে বাঁধি
মুসলমান সবে ঐক্যবদ্ধ থাকি।