মুসলমান
গ্রহণযোগ্য নয় তোমার দুর্বল ঈমান,
যেখানে তোমার হাতে পাক কোরআন।
কোরআনের জ্ঞানার্জন ফরয করেছেন রহমান,
কোরআন রিসার্চে ফায়দা নিচ্ছে ইহুদি, খৃষ্টান,
অথচ তুমি মুসলমান, কোরআন তোমার বিধান।
গাফেল রয়েছো কোরআন থেকে,
তাইতো দুর্বল তোমার ঈমান।
মুসলমান, কেমনে হয় তোমার দুর্বল ঈমান?
যেখানে সিয়াসিত্তাহ বিদ্যমান?
খোলাফায়ে রাশেদীন এর জীবনি তোমার প্রেরণা,
আলোকজ্জ্বল সাহাবায়ে কেরাম।
তুমি হিজবুল্লাহ, সিবগাতুল্লাহ তোমার প্রকাশ,
তোমার ঈমানী শক্তির ভয়ে
দুর হবে মুরতাদ শয়তান।
পৃথিবীতে দৃঢ় হবে তোমার পদচারণ,
কীসের ভয় তোমার?
যেখানে স্বয়ং সৃষ্টিকর্তা তোমার দলীয় প্রধান।