রাজনীতি করি আমি দেশকে ভালবাসি
দেশের সেবায় সর্বদাই নিয়োজিত থাকি
দেশোন্নয়ণের মহান ব্রত
নিয়েছি তাই হস্তে তুলে,
উন্নয়নের কাজ করে যাই
আরাম আয়েশ ভুলে।
তৃণমূলে উন্নয়ণ প্রয়োজন আগে
পরিবার উন্নয়ন ঘরে ঘরে হলে
পড়বে প্রভাব সামগ্রীক রাষ্ট্র উন্নয়ণে।
এই মন্ত্র সামনে রেখে আগে
মন দিয়েছি আপন ঘরে।
যোগ্য নেতার উদাহরণ নিজে আগে করে।
সুদ, ঘুষ, চাঁদাবাজী, সরকারি মাল লোপাট করি
দেশের স্বার্থে উন্নয়ণ আগে করি নিজে।
বানাই বাড়ি কানাডাতে
টাকা জমাই সুইচ ব্যাংকে
বিরূপ কিছু হলে
পাড়ি দেব বিদেশ ভুঁয়ে,
নিরাপদে থাকতে আমি দেশকে ভালোবেসে।
১৬ জানুয়ারি ২০২৩
হাজারীবাগ, ঢাকা