সুখ তুমি কী? কোথায় তোমার সাকিন?
আসল রূপ কী তোমার, কী তোমার চিন?
তোমাকে খুঁজিয়া পাইতে সকলে,
জীবন করেছে লীন।
বহুরূপী তুমি, তুমি মায়াবীনি
তোমাকে পেতে ব্যস্ত সকলে, নির্ঘুম রজনী।
টাকার পাহাড়ে বসিয়া কেহ
তোমার অপেক্ষা করে,
আকাশ চুম্বী দালান বানায়
তোমাকে রাখিবে বলে।
তোমাকে পাইতে বিশাল বাণিজ্য গড়ে,
ব্যস্ত সারাদিন,
তোমার আবাস বানাবে বলে, সুদ ঘুষ খেয়ে
দেদার কিনিছে জমিন।
বিশাল বাড়ীতে ছোট সংসার, তোমায় রাখিবে বলে
বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাবাকে অবলিলায় দিল তুলে।
আফসোস হায়, না চিনে তোমায়, সদায় ঘুরিছে
মরীচিকার পিছে পিছে।
তোমার পরিচয় জানে নাই ওরা,
চিনে নাই তোমার সাকিন,
মোমিনের বুকে তোমার আবাস
খোঁজে নাই কোনদিন।
আজি হতে চৌদ্দ শতাদ্বী আগে,
তোমার ঠিকানা দিয়েছেন খোদা
পবিত্র কোরআন হাদিসে।
মানুষ সৃজিলেন মহান আল্লাহ শুধু ই
ইবাদত করিবার ত্বরে,
সর্বাবস্থায় শুকরিয়া কর, সুখ দুঃখ যাই ঘটে,
সুখ শান্তি আপনি আসিয়া
বসিবে তোমার খাটে।