চারিদিকে শুনি শুধুই অসুখ, সুখ নাই, সুখ নাই
জগত সংসারে সুখের সন্ধান কয়জনে বল পায়?
সুখ সহবাস সকলেরই আশ, কজনের ভাগ্যে হয়?
সুখের সন্ধান চলে অবিরাম, আবাল বৃদ্ধ বনিতায়,
সুখ নাই, সুখ নাই।
চুরি ডাকাতি, ছিনতাই রাহাজানি, সুদি কারবার
বৈধ অবৈধ আরো কত কী উপায়,
সুখ কিনতে গড়ে টাকার পাহাড়,
সুখের খোঁজে যায় সাগর তলে, বন জঙ্গল উজাড় করে,
তুচ্ছ স্বার্থে স্বজন বক্ষে অবলিলায় কৃপান হানে।
সুখ চাই, সুখ চাই।
সুখ কিনতে হন্যে হয়ে যায় বিদেশ পারে,
জানেনা অবলা সুখ অবহেলিত ঘরের কোণে।
সুখ মেলে না, নাই সুখ নাই, সুখ নাই।
সুখ না চিনে মরিচিকার পিছে জীবন করে লয়।
সুখ যদি ছিল তবে তা গেল কোথায়?
দুনিয়া ছেড়ে যায়নি নিশ্চয়।
সাধুজনে বলে,
হৃদয় মাত্রিক সুখ শুধু হৃদয় অনুভবে
স্বর্গীয় অনুদান সুখ, স্বর্গ থেকে এসে
বাসা বাঁধে পবিত্র হৃদয়ে।
পরশ্রীকাতরে আহত হৃদয়, হিংসার অনলে পোড়া
সুখের আবাসযোগ্য নয়।
ধন দৌলত বাড়ি গাড়ি কিবা সুন্দর নারী
সুখের সম্পুরক নয়, নয়তো সুখের মাপকাঠি,
লোভ লালসায় ভরেছে অন্তর, কোথায় হবে সুখের বাসর?
হিংসা বিদ্বেষ আর অহংকার
জ্বালিয়েছে তোমার সুখের আধার
কেন মিছে মিছে ধাবিতেছ পিছে
পোড়া অন্তরে অসুখের বাস,
সুখ থাকে কী করে?
সুখ পেতে আগে ছোট্ট মনের ঘরে
যতনে সাজাও সুখের বাসর
পরশ্রীতে না হয়ে কাতর,
অল্পে তুষ্ট হয়ে কর খোদার শোকর,
নিংড়ে বিদায় কর হিংসা বিদ্বেষ যত
দেখ তোমার ঘরে সুখ রবে অবিরত।
০৬ সেপ্টেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া