নিঃসীম আকাশের দূর নীলিমায়
মন চায় ভেসে যাই মেঘের ভেলায়
ধুলির ধরা ছেড়ে আকাশের গায়
মন চায় ঘর বাঁধি তারায় তারায়।
হিংসা বিদ্বেষ আর ক্ষমতার দ্বন্দ্বে
ধরা আজ দিশেহারা বারুদের গন্ধে।
এই আছি এই নাই কখন যে উড়ে যাই।
পরমাণু বোমা ঠোঁটে
বোমারু বিমান ওড়ে
কোথায় যে ফেলে দেয় কোন ঠিক নাই।
প্রাণীকুল পৃথিবীতে বাস হবে বলে
অনুকূল পরিবেশ দিলেন বিধাতা গড়ে,
সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে
আপন ভুবনের ক্ষতি আপনি করে।
পশু পাখি ভাবে হায়, আমাদের বাঁচা দায়,
মানুষ যে কেন এলো আল্লাহর এই দুনিয়ায়।
মারামারি মোরা করি শুধু খাবারের খোঁজে
মানুষের হানাহানি হয় শুধু ক্ষমতার লোভে।
পরিবেশ রক্ষায় আমরা সবাই
প্রকৃতির নিয়মে যথাযথ চলি।
সৃষ্টির সেরা কেন মানব জাতি,
প্রকৃতি ধ্বংস করে, করে হানা হানি।
গাধা যেমন পানি খায় নিজে ঘোলা করে
নিজ ঘর নষ্ট করে মানুষ নিজে ভেংগেচুরে।