তুমি এলে
মম গগণে সূর্য আড়াল করে
জমে থাকা মেঘগুলো স্বেচ্ছায় গেল ঝরে
রিমঝিম ধারায় বৃষ্টি হয়ে।
জাগিল হদয় কানন স্নিগ্ধ পরশে।

তুমি এলে
তিক্ততার অবসাদে চৌচির ফাটা
হৃদয় আঙ্গিনা জুড়ে এলো সবুজের আভা
বসন্ত বাতাস বলে গেল কানে কানে
দুয়ারে এসেছে দিন পালা বদলে।

তুমি এলে
উদাস নয়ন কেঁপে ওঠে সহসা ঝিলিকে
তনু মন নেচে ওঠে অনাবিল শিহরণে।
হৃদয় গহণে হারিয়ে যাওয়া স্বপ্নগুলো
আবার জেগে ওঠে পূর্ণতা পেতে।

তুমি এলে
সকল প্রত্যাশাগুলি যখন প্রাপ্তির বন্ধ দুয়ারে নিষ্ফল আঘাত হেনে যোগ দেয় অপ্রাপ্তির মিছিলে।
হতাশাগুলি যখন সংঘবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল
কংক্রিটের দেয়াল তুলে।
নিকষ কালো তিমির ভেদি
আলোকবর্তিকা তব হেরি নয়নে।
শুধালাম, এতদিন কোথায় ছিলে?
বলিল সে ভালবেসে, আমি আসি নাই
ছিলাম তোমারই কাছে, তুমি ছিলে ভুলে।
ভুল ভেঁঙ্গে কবে ডাকিবে যে মোরে,
দিবা নিশী ছিলেম অপেক্ষা করে,
শান্তি প্রদীপ জ্বেলে দিব বিদগ্ধ হৃদয়ে।

১১ ডিসেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া