গণতন্ত্র, সমাজতন্ত্র তন্ত্র শত শত
পৃথিবীতে যত তন্ত্র আদ্যপান্ত যত
সকল তন্ত্রের সেরা যে ভাই আমার তৈল তন্ত্র।
প্যাচে প্যাচে যতই আটুক আমার চিন্তা নাই,
কয়েক ফোঁটা তেলের ছোঁয়া আপনি খুলে যায়।
তেলের বোতল হাতে নিয়ে পথে পথে ঘুরি
তেল দিয়ে আমি যে ভাই তেলেসমাতি করি।
তেলো মাথায় তেল দিয়ে তেলতেলে করি
সুযোগ বুঝে সেই মাথাতে কাঠাল ভাঙ্গি আমি।
নেতার পিছে ঘুরি আমি ফুট ফরমাস খাটি
মওকা মত নেতার পায়ে তেলের বোতল ঢালি।
তৈল নিয়ে ঘাঁটাঘাঁটি, করি তৈলের কারবার
না চাইতেই পেয়ে যাই আমার যা দরকার।
নেতার পায়ে তেল মাখি তাই, নেতার দোহাই দিয়ে
পাতি নেতার মর্যাদাটা জাহির করি নিজে,
রাস্তা ঘাটে চলি আমি হিক্কার দিই জোসে
যার খুশি যা বলুক লোকে কীইবা আমার তাতে।
লেখা পড়া না জানিলেও সমস্যা নাই মোটে,
ইংরেজিতে দুই একটা ------শব্দ মুখে ফোটে,
বাংলাদেশের রাজনীতিতে এর বেশি কী লাগে?
কিচ্ছু আমার যায় না আসে বললে কিছু লোকে,
তৈল ছাড়া পৃথিবীটা একদিনও কি চলে?
কলকারখানা, গাড়ী ঘোড়া, দৈনন্দিন রান্নাবান্না
সব কিছুই যে চলে আমার তৈল মন্ত্র বলে।
কিন্তু সবার আগে যে ভাই, মূল মন্ত্র জানাই
গিন্নী খুশি রাখতে হবে নইলে উপায় নাই,
নিজের ঘরে তৈল দিয়ে গিন্নী করি খুশি
নইলে জীবন ঝালাপালা সবই হবে মাটি।
১০ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া