শূন্যতা
এত শূন্যতা ছিল যে কোথা
আসিল আমার ভুবনে,
তুমি ছিলে তাই বুঝিনি তো হায়
এত জল ছিল নয়নে।
আলোকিত পথ অচেনা হঠাৎ
আঁধার ঘনিয়ে কোণে,
নয়নের আলো ছিল যে তোমার
বুঝিয়াছি এতদিনে।
ঘন পল্লব শাখে বিকশিত মন
সবুজে ছিল ভরি,
মর্মরিয়া পড়িল ঝরিয়া
বুঝিবা তোমায় স্মরি।
মাঝি ছাড়া হাল ছিড়িয়াছে পাল
তরী মোর ডুবু ডুবু,
মাঝ দরিয়ায় আমি অসহায়
বসে একা যুবুথুবু।