মুসলিম আমি, নহি কাজ্জাব, বিশ্বাসী কোরআনে
আল্লাহর আসন হৃদয়ে পাতা, আমি গর্বিত বৈভবে
রাসুল প্রেম কুসুম হৃদয়ে সাজানো থরে থরে
সত্য পথের পথিক, মরণে আমার হৃদয় নাহি ডরে।
আল্লাহর নূরের তাজাল্লি আমার হৃদয় আলো করে,
শয়তান তুমি কাছে এসোনাকো, মরবে জ্বলে পুড়ে।
বিপদ আপদ অভাব অনটন তুচ্ছ আমার কাছে
আল্লাহ প্রেমের বৈভব আমার রয়েছে হৃদয় জুড়ে।
দুনিয়াদারি তুচ্ছ অতি, সম্পদে কী হবে?
কবর তোমায় হাতছানি দেয়, মরণ পিছে পিছে,
সম্পদ রবে দুনিয়ার মাঝে, অন্য কারো হবে,
শুন্য হাতে আখেরাতে লাগবেনাতো কাজে।
০৪ জানুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া