বর্ষার রিমঝিম যখন অনাবিল প্রশান্তি এনে দেয়
অলস সকাল দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়
কিংবা রাতে ঝমঝম ঝরে অঝর ধারায়
টিনের চালে, পুকুরের জলে, গাছের পাতায়,
যুগলবন্দী হীয়া নাচে উন্মাদনায়।
আমার আঙিনা তখন খটখটে তপ্তময়, ফেটে চৌচির,
বৈশাখী খরায়।
বৃষ্টি স্নাত ভোর সমীরন বাতায়নে হিস হিস বলে যায়,
তোমারতো সেদিন নাই।

পড়ন্ত শীতের বিকেলে যখন দুর দিগন্ত ছুঁয়ে
শীতল আমেজ নেমে আসে আবীরের রঙে।
উড়ে যায় বলাকারা দল বেঁধে, নীড়ের টানে,
শুন্য আকাশে,
অতি উৎসাহী একটা দুটা তারা জ্বলে উঠে
নানা রঙের ছবিগুলো আস্তে আস্তে মিলে যায়
পশ্চিমাকাশে।
তখন হয়তো কোন চখাচখি একে অপরকে চেনে,
পাখায় পাখা রেখে,
চোখে চোখ খেলা করে অতল সাগরে।
আমার আকাশ তখন সব কিছু ছাপিয়ে
ঢেকে যায় শুধু নিঃস্বিম আঁধারে।
সাঁঝের ঝিঁ ঝিঁ রা ব্যকুল চিৎকারে
বিরতিহীন বলে যায়,
তোমার তো সেদিন নাই।