প্রয়োজন যদি না হয় অর্জন
বঞ্চিত করোনা মোরে
তোমার দয়ায় দিয়ে দিও তুমি
আমার দুহাত ভরে।
আবেদন যদি না হয় নিবেদন
তোমার ইচ্ছা মত
মহত্মের গুণে মিটিয়ে দিও
আমার প্রয়োজন যত।
তুমি যে মহান করি সেই জ্ঞান
তোমার সকাশে যাচি
ক্ষমা করে দাও ক্ষমা কর মোরে
জমা যত পাপরাজি।
মায়াময় পৃথিবীতে শুধু
বাঁচিয়া থাকিতে চাই
দুঃখ কষ্ট জীবনের অংশ
যখন যেটা পাই।
বিধির বিধান ঘটিবে সত্য
চিরদিন বাঁচিবার নয়,
মরিয়া আমি হইব অমর
নেই তো মরিবার ভয়।
বেহেশত দোযখ যেখানেই থাকি
বেঁচে রব চিরতরে,
মৃত্যু আমায় নেবে না কেড়ে
আগে কিংবা পরে।
ঈমান আমি রেখেছি দিলে
আল্লাহকে না দেখে,
ভুল ত্রুটি তিনি করিবেন ক্ষমা
এমনি বিশ্বাস রেখে।