আমি দেখেছি তোমাকে
খুব কাছ থেকে
অন্য কারো চোখে,
আমি দেখেছি তোমায়
নিদারুণ হতাশায়
অন্য কারো মুখে।

আমি দেখেছি তোমার দৃঢ় আলিঙ্গন
অন্য কারো শরীরে,
আমি দেখেছি তোমায়
অবর্ণনীয় উন্মত্ততায়
চুম্বনরত অন্য কারো ঠোঁটে।

শিহরিত তাই ক্ষণে ক্ষণে
অজানা অনুভূতিগুলো
দোলা দেয় বারে বারে,
এ বিশ্ব চরাচরে
জানিনা সেদিন কবে
তুমি যে একান্ত আমার হবে।