প্রকৃতি আমি বড় ভালোবাসি
প্রকৃতি আমার প্রাণ
প্রকৃতির কোলে মাথা রেখে গাই
প্রকৃতি মায়ের গান
প্রকৃতি মহান পাঠশালা আমার
প্রকৃতি গুরু মশাই
প্রকৃতির কোলে হাতে খড়ি আমার
প্রকৃতি বিশ্ববিদ্যালয়
প্রকৃতি আমায় ধৈর্য্য শেখায়, শেখায় উদারতা
প্রকৃতি আমায় প্রতিবাদ শেখায়, যেখানে বৈরিতা
প্রকৃতির কাছে চিনেছি আমি কঠিন বাস্তবতা
প্রকৃতি আমাকে দেয়নি শিক্ষা মিথ্যা কোন কথা
প্রকৃতি আমাকে দেয়নি শিক্ষা প্রতারণা, শঠতা
প্রকৃতির মাঝে পাইনি আমি মিথ্যা প্রবঞ্চনা
প্রকৃতির কাছে শিখেছি আমি সাম্যবাদির গান
প্রকৃতির কাছে জেনেছি আমি
মানুষে মানুষে নাই ভেদা ভেদ সবাই এক সমান
প্রকৃতি আমাকে শিক্ষা দিয়েছে সদা সত্য কথা
প্রকৃতির মাঝে দেখেছি আমার খোদার আসন পাতা।
প্রকৃতি আমার জন্ম দিয়েছে, প্রকৃতি শিক্ষা গুরু
প্রকৃতির বুকে মাথা রেখে হবে পরম যাত্রা শুরু।
১৫ অক্টোবর ২০২২
মিরপুর, কুষ্টিয়া