আমার ছিল যখন পরিপূর্ণতার অভাব
আমার ঘরে ছিল তাঁর বসবাস,
নিত্য আনাগোনা, ছিল অত্যন্ত সদ্ভাব
নিত্য হতো ভাব বিনিময়।
তার ঘরে আমি যেতাম, সে থাকত আমার ঘরে।
নিশ্ছিদ্র আমার ঘরে সদাই থাকতো পাহারাদার,
তারপর যখন আমি পূর্ণতা পেলাম
আমার ঘরে তাঁর বসবাস সহ্য হলোনা সবার।
আমার ঘরেই তৈরি হলো বিদ্রোহী বেশুমার,
হিতাকাঙ্ক্ষী আমার ঘরের পাহারাদার
বিদায় নিয়েছে একে একে, সইতে না পেরে
তাদের অত্যাচার।
ঘরছাড়া হয়েছেন তিনি, যে ছিল আমার
আমি ছিলাম তার।
অপদখল ঘরে আমি আর ছয়জনের নতুন বসবাস
নতুন অধিকার, শয়তান পাহারাদার।
এখন আমি আর যাই না তাঁর ঘরে,
হারিয়েছি আমি তাঁকে ডাকার অধিকার।
জানিনা তিনি আছেন কিনা, মুখ ফিরিয়ে
চরম ক্ষোভে না নিদারুণ অভিমানে।
১৩ এপ্রিল ২০২২
মিরপুর, কুষ্টিয়া