আমার মরণ, জানিনা কখন, আসবে আমার ঘরে,
পরশে জীবণ হবে অবসান, সারা জীবনের তরে।
তব অবতরণ ঘটিবে হঠাৎ নয়তো কি ধীরে ধীরে,
কষ্ট নীল পথ করিয়া খোদাই মোর দেহ চিরে চিরে।
তব আলিঙ্গন এড়িয়ে যাবার ক্ষমতা কাহারো নাই,
জনম থেকেই চলিতেছ পিছে কখন ধরিবে তাই।
জানিনা কেমন, তব আলিঙ্গন জীবনে আমার হবে,
তুমি বন্ধ জানি করিবে আমার যে শ্বাস-প্রশ্বাস ভবে।
তুমি রুদ্ধ জানি করিবে প্রবাহ শিরায় শিরায় রক্ত,
তব আলিঙ্গনে আমার সচল হৃদপিন্ড হবে বন্ধ।
তব আগমণ হবে নির্ধারণ হয়েছি কি আপন তাঁর,
নাকি শুধু শুধু কেটেছে জীবন বিভবে হয়েছে পার।
হয়নি স্মরণ আসবে মরণ সকল বাঁধন ছিন্ন হবে,
শেষ হয়ে যাবে যত জারিজুরি শাসন শোষণ ভবে।
বৈভবের পিছে শুধু মিছে মিছে করেছি জীবন পাত,
মিথ্যা দিয়ে সত্য ঢেকেছি দিবস করেছি তিমির রাত।
ক্ষণিকের মোহে হিতাহিত ভুলে করেছি অবৈধ কাজ,
আজিকে আমাকে বিরত করিয়া মরণ পরালো তাজ।
হারাম হালাল বিচার করিনি পেয়েছি সামনে যাহা
দ্বিরুক্তি নাকরে উদর পুরেছি আখের হয়নি ভাবা।
আজিকে তোমার উষ্ণ আলিঙ্গন আমায় করিল একা
সব কিছু ফেলে চলে যেতে হবে নতুন পথের দেখা।
এত মায়াময় সুন্দর পৃথিবী রূপ লাবণ্যে ছাওয়া
ছোট্ট জীবনের চারিদিকে মধুময় চাওয়া পাওয়া
নিত্য জীবনের কত শত প্রয়োজন শত আয়োজন
কত যে বসন কত যে ভূষণ রবে অবহেলে আজ
নেই প্রয়োজন।
কত প্রিয় মুখ হেরিয়া অসুখ নিমেষে গিয়েছে দূরে,
আজিকে সবাই রবে অসহায় আমাকে কাফনে পুরে।