আপন হাতে রচিয়া
আমার দুঃখ সাগর নিজে,
হাবুডুবু খাই আজ
জীবন আমার হলো মিছে।
বিধাতা আমার ভাগ্য
গড়িয়া দিলেন যত্ন করে,
আপনা ভুলে আজিকে
আমার কষ্ট জীবন ভরে।
ভোগ বিলাসের মোহে
হাটিয়াছি ভুল পথে পথে,
পরের সম্পদ লুটে
বসিতে শুধু বৈভবের রথে।
হারাম হালাল নিয়ে
পাপ পূণ্য ছিলনা ভাবনা,
নিয়েছি আপন করে
সামনে যখন এসেছে যাহা।
জবর দখল করে
অন্যের জমি আপন করেছি,
বাহু বলে আমি সদা
অপরের মাল লুটিয়া নিয়েছি।
গড়ি সম্পদের পাহাড়
করি ক্ষমতার অপব্যবহার,
আজিকে যাবার বেলা
শুন্য দু'খানা হাত আমার।
কেয়ামতের মাঠে কাল
হিসাব আমার দিব আমি,
রাখিনি স্মরণ ভুলে
দেখিয়াছেন তিনি অন্তর্জামি।
জীবন সয়াহ্ণে বসি
ফরিয়াদ করিতেছি আমি,
মাফ কর দয়াময়
মম জীবনের যত পাপ,
মরণের পরে আর
করিতে চাহিনা অনুতাপ।