মায়াময় এই পৃথিবী যতই কষ্টে থাকি
মন নাহি চায় যেতে কোন দিন ছাড়ি।
কত না সুন্দর ফলে ফুলে মনোহর
আকাশ বাতাস খোলা মাঠ বহতা নদী,
মায়াময় সাজানো কত সুন্দর এই পৃথিবী।
কত আত্মীয় স্বজন রক্তের বাঁধন,
সকলের চোখে দেখি মায়াবী স্বপন।
ছেলে মেয়ে প্রিয় জায়া কত যে আপন
বিনি সুতার জাল বোনা করিয়া যতন।
মায়ের মমতা ঘেরা পিতার ছায়া,
ছেড়ে যেতে মন কাঁদে কত যে মায়া।
কত সুখ কত দুখ
কত হাসি কত কান্না বিরহ বিধুর
সংসারে ছোট খাটো যাতনা মধুর
ছেড়ে যেতে প্রাণে বাঁজে বিরহের সুর।
জীবন সংগ্রামে কত ঘাত প্রতিঘাত
ভুলে যাই সব কিছু হাতে রেখে হাত।
প্রভাতে রবির কিরণ ঝলমলে সকাল
ঘাম ঝরা দুপুর গরমে জীবন নাকাল
শান্ত বিকাল আসে ছায়াবিথী তলে
মন বলে চিরকাল থাকি কোন ছলে।
ঝিঁঝিঁ ডাকা সাঁঝ নামে আবিরের শোভা
চোখ বলে অপরূপ কী যে মনোলোভা।
পূর্ণিমা চাঁদ দোলে আকাশের গায়
মেঘের তরনী বেয়ে মন ভেসে যায়।
আদি হতে অদ্যাবধি সুন্দর এই পৃথিবীতে
মানুষ এসেছে যত,
ছেড়ে গেছে একে একে রহেনিতো কেহ
আমি তুমি একদিন নিশ্চয় আসবে সেদিন
ছেড়ে যাব তাদেরই মত।