বৃথাই আমার ভাঙ্গা নায়ে রঙিন বাদাম তোলা
দখিন তোমার খোলা হাওয়া না দিয়ে যায় দোলা
তুমি আমার নায়ের মাঝি আমি বৈঠা টানি সুখে
ঝড় তুফানের ভয় না করি কভূ মন টলে না দুঃখে
ঘোর তুফানে মধ্য গাঙ্গে যখন তরী আমার দোলে
ব্যর্থ আমি বৈঠা টানি মাঝি বিনা সামনে নাহি চলে।
শক্ত তোমার হাতের মুঠোয় হাল যদি নাও ধরে
তরী আমার যাবে পারে ঠেকবে না আর চরে।
আমার সকল দুঃখ রাতি অশ্রু ঝরায় নিরবধি
শেষ হবে না দুঃখ আমার তুমি না চাও যদি।
বৃথাই আমার আরাধনা বৃথাই হবে আসা যাওয়া
কল্যাণকামী পথের ধারে যতই কাটাই রাতি
পুরবে না মোর মনের আশা তুমি না চাও যদি।
শুধু একবার যদি তোমায় করতে পারি রাজী
আমার দুঃখ রাতি শেষে দিন হবে সব আজি।