একটা যদি থাকতো মেশিন
মিথ্যা বুঝে নেয়,
মিথ্যা কথা বললে কেহ
মেশিন ধরে দেয়।
কেমন হতো মিথ্যাবাদির,
কী হতো উপায়?
মোড়ে মোড়ে রাস্তা ঘাটে
মেশিন যদি রয়,
বলবে না কেউ মিথ্যা কথা
ধরা পড়ার ভয়।
মিথ্যা সকল পাপের মাতা
যদি মারা যায়,
বলবে সবাই সত্য কথা
পাপ রবে না গায়।
মঞ্চে উঠে রাজনীতিবিদ
থতমত খায়,
মিথ্যা বলে কখন জানি
ধরা পড়ে যায়।
বাপের জন্মে শুনিনি তো
এমন কথা হায়,
মিথ্যা ছাড়া কখনও কী
ভাষণ দেয়া যায়?
চোর বেচারা পড়লে ধরা
বাঁচার উপায় নাই,
সত্য কথাই বলতে হবে
কী আর করা যায়।
খু্ন করে যে কাঠগড়াতে
সত্য কথা বলে,
কেমন করে খুন করেছে
আদ্যপান্ত খুলে।
ভাত মরেছে উকিল বাবু
ব্যবসা যাবে ভুলে।
কোর্ট কাচারি রয় যে খালি
লোক সমাগম নাই,
নাই যে বাদি, অপরাধী
সত্য বলে তাই।
মিথ্যা ধরার মেশিন দেখে
সকল মানুষ ভাই,
সত্য সদা বলবে সবাই
মিথ্যা কোন নাই,
জান্নাতি সুখ দিবেন প্রভু
থাকতে দুনিয়ায়।
০৪ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া