মায়ের গর্ভ থেকে আজ অবধি
আমি বেঁচে আছি,
বেঁচে আছি আমি ---
ভয়ঙ্কর সুন্দর এই পৃথিবীতে।

কয়েকটি মুহূর্তে নির্মিত
বর্তমানের দোলাচলে
আমি বেঁচে আছি আজও বহাল তবিয়তে।

অনন্ত ভবিষ্যত হতে সময়ের প্রবল স্রোতে
মুহূর্ত গুলো বয়ে যায় অতিতে,
আমার পদতলে,
আমি বেমালুম ভবিষ্যত কূলে,
রং তামাশায় মত্ত অনিবার্য ভুলে।

প্রহরগুলো পোষা প্রাণীর মতো লেজ নেড়ে
বয়ে যায় অতিতে, আমার পদতলে,
আমি বেমালুম অনিবার্য ভুলে।

চঞ্চল মূহুর্ত গুলো, বদান্যতায়
এখনও বলে নাই
এসো না মোদের সাথে,
তাইতো আমি বেঁচে আছি বহাল তবিয়তে,
নির্দ্বিধায় অনিবার্য ভুলে।