ভুল করে চুল ছিঁড়ে, ভুল করো না।
ভুল করে ক্ষমা চাও, দ্বিধা করো না।
শুধে নাও ভুলটাকে, দেরী করো না।
ভুল করে ভুল বুঝে, দূরে যেও না।
প্রমাণ না পাও যদি, দোষী করো না।
ভুল করে ভুল হয়, দোষ দিও না।
ইচ্ছায় যদি করে, সেটা ভুল না।
ভূল কারো হলে পরে,
ক্ষমা করে দাও তারে।
ক্ষমা করা বড় গুণ, ভুলে যেও না।
ভুল করে কক্ষনো করো না আড়াল
মাশুল যা দেবে আজ, বেশি হবে কাল।
ভুল হলে মেনে নাও, মিথ্যা না বলে,
ভুল হলে ক্ষমা পায় মিথ্যা না হলে।
তুমি আমি চিরকাল কেউ রবে না।
ভুল কিছু রেখে গেলে ক্ষমা পাবে না।
তোমার জীবনের যত ভুল আছে,
ঠিক ঠিক জানো তুমি, অন্যে না জানে,
শুধরে নাও খুঁজে খুঁজে না করে হেলা,
কখন কে চলে যায়, ডুবে যায় বেলা।
২৩ মার্চ ২০২৩
মিরপুর, কুষ্টিয়া