অসময়ে অপচয় পরিনামে ভালো নয়
জেনে বুঝে কেন করি প্রয়োজন যাহা নাই।
পর্যাপ্ত আজকে যাহা চিরকাল রয়না তাহা,
পর্যাপ্ত হলেই অপচয় এমনতো কথা নয়,
অন্ন, বস্ত্র, বাসস্থান হয় যদি সংস্থান
বেশি কিছু আর কীইবা প্রয়োজন?
নিজের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত যাহা
মুক্ত হস্তে দান করুন, শতগুণ পাবেন ফেরত তাহা,
ঘোষণা দিয়েছেন আল্লাহ মহান
পড়ে দেখুন পাক কোরআন।
উচ্ছিষ্ট যাহা আপনার কাছে ফেলে দেবার
হতে পারে কোন গরীবের একবেলা আহার,
যত্নে রাখুন, তুলে দিন হাতে তার
আপনার পাশে অভুক্ত কাটে দিন যার।
আল্লাহর সৃষ্টি মানুষ সবাই এক সমান
উঁচু নীচু ভেদাভেদ কেবলই তাঁর বিধান
হতে পারেন আপনি আজকে শিল্পপতি
কালকে পথের ভিখারি হবেন, নয় অত্যুক্তি।
আপনার আছে, তাই বিলাসীতা বশে
যা খান, তার বেশি ফেলে দেন মিথ্যা জৌলুসে।
হতে পারে, না খেয়ে একদিন নিজে মরতে হবে।
মনে রাখবেন,
আল্লাহর নেয়ামতের হিসাব দিতে হবে।

২৭ অক্টোবর ২০২২
হাজারীবাগ, ঢাকা