অবয়ব নেই আমার, তাতে দুঃখ নাই,
আমার রূপে পাগল হয়ে
হাজার মানুষ দিনে রাতে
ঘুরছে আমার পিছে পিছে, আর কী আমার চাই?
হাত পা আমার নেই তাতে কী, বসে থাকি নাই
নতুন নতুন কত রূপে
ঘুরে বেড়াই পথে পথে
লোভ লালসার দৃষ্টি, আমার পিছে পিছে ধায়।
সবাই আমায় ভালোবাসে
সবাই পেতে চায়, দুঃখ আমার নাই।
সারা জীবন আমার পিছে
হন্য হয়ে ঘুরে ঘুরে
বুঝল শেষে নিঃস হয়ে, আমার কায়া নাই।
আমি ধন্য হলাম তাই,
কায়া ছাড়া মায়া জালে
বিশ্ব করি জয়, আমার দুঃখ কোন নাই।
০১ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া