একটা এমন দাওনা যেমন
ছিল আমার মা।
দুনিয়াতে সবাইতো আছে
নেই কেন যে শুধুই বল
আজকে আমার মা।
সবাই আমায় ভালোবাসে
আদর করে নেয় যে কাছে
তবু কেন ভালো লাগে না
লাগতো যেমন কাছে টেনে
নিলে আমার মা।
সবাই যেমন দৌড়ে এসে
মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে
আমার দারুন ইচ্ছা জাগে
ওদের থেকে সবার আগে
ধরবো আমার মা।
চাঁদনী রাতে চাঁদের সাথে
মেঘ ভেসে যায় পাশে পাশে,
তেমনি আমার মায়ের সাথে
ভেসে যেতাম সেই নিরুদ্দেশে
যেথায় গেলো একলা চলে
সেদিন আমার মা।
গভীর রাতে স্বপন দেখে
ঘুম ভেঙ্গে যায় মাগো বলে
কেউতো আর দেয় না সাড়া
যেমন করে আসতো ছুটে
কাছে আমার মা।
মায়ের বকা খেয়ে যখন
কারো আঁখি ঝরে,
উদাস আমার নয়ন দুটি
মন যে কেমন করে,
মায়ের বকা আমার কানে
মধুর সুরে বাজে,
"জালাসনে আর ওরে খোকা
আছি এখন কাজে"।
মায়ের বকা খেতে আমার
বড্ড ইচ্ছে করে,
আর কোন দিন বকবে না মা
আমার কানটি ধরে।
আমার নয়ন ঝরে এখন
না খেয়ে যে বকা,
মনটি আমার সদায় কাঁদে
নেই যে আমার মা।