ওগো দয়াময়
ইয়া খালিক্ব এ জাহান
কী অপরূপ সৃষ্টি তোমার
নয়ন ভরিয়া দেখি,
হৃদয় আমার উথলী ওঠে
অঝোর ধারা আঁখি।
অন্তর মম চাতকিনী সম
চাহিয়া উর্দ্ধ পানে,
নূরের প্রদীপ জ্বালাও প্রভু
ভাসাও আলোক বাণে।
ইয়া রাব্বুল আলামীন
সাজিয়ে রেখেছ নেয়ামত তব
থরে থরে রাশি রাশি,
অকৃতজ্ঞ যত বান্দা মোরা
তবু দাও ভালোবাসি।
ইয়া রাজ্জাক
জীবনে তোমায় ডাকেনি যেবা
কিবা মুশরিক বে-দ্বীন,
তাদের ক্ষুধার অন্ন কখনও
বন্ধ করোনি একদিন।
ইয়া রহমানুর রাহিম
রহমত তোমার চাহিয়াছে যেবা
ফিরিয়ে দাওনি কভু,
মোরা পাপী তাপী আমরাও চাহি
ফিরাবে না জানি প্রভু।
তমশা ঘেরা আজি এ ধরা
পথ খুঁজে নাহি পাই,
ইহুদি নাসারা করে পাঁয়তারা
মুসলিম সব অসহায়।
ওগো দয়াময়
ওগো দয়াময়
দয়া কর তুমি, ডাকিতেছি আমি
পাপী তাপী এক অসহায়।