বারোটি চাঁদের তরনী বেয়ে
এসেছে আবার মাহে রমজান
রহমত, বরকত, মাগফেরাতের পসরা লয়ে,
খোশ আমদেদ এলো মাহে রমজান।
দোযখের দুয়ার বন্ধ হলো,
কবরের আজাব বন্ধ হলো, ঐ
জান্নাতি খুশবুতে ভরে গেল আজ সারা জাহান।
খোস আমদেদ এলো মাহে রমজান।
আল্লাহ প্রেমের সুনামি ওঠে
হৃদয়ের কূলে উছলে পড়ে
শান্তি সুখের শিহর লেগে, ঐ
মাতোয়ারা হলো আজ মুমিনের প্রাণ।
খোশ আমদেদ এলো মাহে রমজান।
মাহে রমজান এসেছে ফিরে,
নাও লুটে নাও আমল দিয়ে,
রহমত ঝরে আজ বৃষ্টি হয়ে।
নামাজ পড়, সিয়াম রাখো, ঐ
ইফতার করো শুনে মাগরিবের আযান।
খোস আমদেদ এলো মাহে রমজান।
নাও লুটে নাও আমল দিয়ে,
রহমত ঝরে আজ বৃষ্টি হয়ে।
শয়তান আজ পড়েছে বাঁধা
গোরের আজাব বন্ধ রাখা,
সিয়ামের মাসের মর্যাদা আজ
দিয়েছেন মহান আল্লাহ তায়ালা।
রুটি রুজির শত বরকত নিয়ে
জোয়ার বয়ে যায় দরিয়া হয়ে।
নাও লুটে নাও আমল দিয়ে
বরকত ঝরে যায় বৃষ্টি হয়ে।
পাপী তাপি সব যত গোনাহগার,
উন্মুক্ত হলো আজ দরবার খোদার
তাওবা করে ক্ষমা পাবে আজ
কবুল হবে আজ তব মোনাজাত।
নাও চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও
মাগফেরাতের বিশাল দুয়ার
খুলে দিয়েছেন প্রভু তোমার।
নাও লুটে নাও আমল দিয়ে
রহমত বয়ে যায় দরিয়া হয়ে।
০৪ মার্চ ২০২৩
মিরপুর, কুষ্টিয়া