ওরে আমার পাগলা ঘোড়া
তোমার মোহ নয়ন জোড়া
ভালোবাসি তোমায় আমি
বাঁচব না তো তোমায় ছাড়া।
নাকে তোমার লাগাম দিয়ে
ঘুরবো আমি দেশে দেশে
তোমায় ছাড়া বাঁধব বাসা
চাঁদের দেশে গিয়ে।
ঠুলি দেব চোখে তোমার
দরকার কী সামনে দেখার
চোখ তো আমার আছে।
পিঠে তোমার গদি এঁটে
বসবো আমি মহা সুখে
জনম জনম কাটিয়ে দেব
তোমার লাগাম ধরে।
যদি তোমার মরণ আসে
মনের দুঃখে যাব আমি
চাঁদের দেশে চলে।
২৯ ডিসেম্বর ২০২২
মিয়া সাইফুদ্দিন