তুমি অন্তর্জামী তাই নিশ্চিত জানি
আমি তোমার হলে আমার হবে তুমি
কীবা দরকার লোক জানাজানি
তব সুরে যদি বাজাই মম বাঁশি
হৃদয়াসনে বসিবে তুমি আপনি আসি।।
মম হৃদয় জুড়ে তব প্রেম জাগে
ভাসায় দুকুল জোয়ারে জোয়ারে।
প্রণয় লভিতে জাগে যে প্রয়াস
জপিয়া তব নাম মেটে না তিয়াস
আকুল হৃদয় মম ব্যকুল সদায়
তব প্রেমানলে পুড়িতে নিজে
আকাশে বাতাসে খুঁজিয়া বেড়ায়
অতি তুচ্ছ আমি অতি অসহায়
শিশির কনার সাধ্য কি আর
অতল সাগরের পিপাসা মেটায়?
জগত সংসার কী হবে আমার
তুমি যদি যাও পাসরি আমায়।
বাঁধিতে নিজেকে তব প্রেমডোরে
মরি মরমে সদা বিরহ ব্যাথায়।
এসো হে প্রাণনাথ হৃদয়ে আমার
স্রষ্টা মিলনে হোক সৃষ্টি একাকার।
০৩ মার্চ ২০২৩
মিরপুর, কুষ্টিয়া