ভালোবাসা ভালোবাসা
করে সবাই আশ,
ভালোবাসা সর্বনাশা
করে জীবন নাশ।
স্বার্থপরে ভালোবেসে
স্বার্থ পেতে চায়,
স্বার্থবিনা ভালোবাসা
ক'জন বল পায়।
ভালোবাসা বিনিময়ে
সবাই হিসাব চায়,
বিনা স্বার্থে ভালোবাসে
কেবল আমার মায়।
আল্লাহকে ভালোবেসে
ক"জন বল ভাই,
পাঁচ ওক্ত নামাজ পড়ে
মোমিন খোঁজে পাই।
গরীব দুঃখী ভালোবাসো
প্রতিদান না চাও,
আখেরাতে হেসে খেলে
স্বর্গে চলে যাও।
দুনিয়াতে ভালোবেসে
মা"কে কর খোশ
আখেরাতে খোদার কাছে
ঘুচাও নিজের দোষ।