একাকীত্ব আমার দিতে উপহার
রইল তোমার তরে,
দয়া করে তুমি দোসর থাকিও
সতত আমার ঘরে।
দুনিয়া আমায় ত্যাজিছে সদাই
দুঃখ নাহি মোটে,
নির্জনে তব সঙ্গ যদিবা
ভাগ্যে আমার জোটে।
তোমার সাথেই বলিব কথা
নির্জন ঘরে বসে,
তোমার আমার মিলন গাঁথা
থাকবে না ইতিহাসে।
একান্তে তুমি রবে আমার
ষষ্ট ইন্দ্রিয় মাঝে,
না মেলে সে ধন কভু
সপ্ত রাজার কাছে।
সেই তো হলো ভালো
একাকীত্ব আমার
হৃদয়ে জ্বেলে দিলো
তোমার রূপের আলো।
তোমায় একান্তে পাওয়া
হোক না আমার সাধনা
জীবণভর চেয়েছি শুধু
দুর্বার হোক কামনা।
আমার সকল শুন্যতা
যাক ভরে যাক কানায় কানায়
তৃষিত আমার হৃদয়খানা
ভরে উঠুক তোমার পূর্ণতায়।