ছোট্ট পাখি হতাম যদি, ছোট্ট গাছের ডালে,
কুহু কুজন করবো দু'জন ছোট্ট বাসার চালে।
ছোট্ট বাসা, ছোট্ট আশা, ছোট্ট দুটি ডানা
ছোট্ট আমার আকাশটিতে, মেলে দিতাম
যখন তখন থাকতো নাতো মানা।
ইচ্ছে হলেই উড়ে যেতাম তোমার আঙিনায়,
ছোট্ট ছোট্ট ভালোবাসায় সিক্ত দুজনায়।
পদ্ম দিঘীর কাজল জলে পদ্ম পাতা ভাসে
ঝাপটে পাখা স্নান করিতাম, তুমি আমি বসে।
ফুলে ফুলে উড়ে যেতাম ফুলের সুবাস নিয়ে
ফুলের পরেই ঘুমিয়ে যেতাম ফুলের মধু পিয়ে।
বনের যত পাখ পাখালি নিমন্ত্রণে ডেকে,
নেচে গেয়ে জলসা দিতাম ফুলের রেণু মেখে।
ভবিষ্যতের চিন্তা মোদের থাকতো নাতো মোটে
হেসে খেলে ছোট্ট জীবন কাটিয়ে দিতাম দোহে।
তোমার বাসা আমার বাসা পাশাপাশি বেঁধে,
ডালে ডালে নেচে গেয়ে কাটিয়ে দিতাম
সারাজীবন পাখায় পাখা রেখে।