বন্ধুর বাড়ি যাইতে যদি
থাকতো নদী
জল থৈ থৈ করে।
রঙিন পালে ছৈয়া নৌকা
যাইতো দেখা
চলতে সারে সারে।
রঙিন পালে মনটা বেঁধে ---- সখী
সুখের খোঁজে
যেতাম নিরুদ্দেশে।
বাঁশের খুঁটায় পাখায় পাখায়
চখাচখি বসে
করত শপথ দুজনাতে
সারা জীবন পার করিবে
পাখায় পাখা রেখে।
মনটা আমার ভাসিয়ে দিতাম ----- সখী
স্বপ্ন মাখা
নিখাদ প্রেমের শ্রোতে।
ঘাটে ঘাটে পড়তো চোখে
কত ললনায়
ছল করিত জল ভরিতে
আড় নয়নে চেয়ে চেয়ে
থাকত অপেক্ষায়,
মন পাখিটা খাঁচা ভেঙ্গে ------সখী
হারিয়ে যেত
স্মৃতির জ্যোসনায়।
নদীর ধারে ঝোপে ঝোপে
কাশের বনে
ফুলে ফুলে ভরা
ভ্রমর কভু যায় না সেথা
বলতে মনের কথা,
আমার মনের রঙ মেখে কি ------সখী
কাশের বন
হইল এমন সাদা?
সারা জীবন নদী যেমন
পানি দিয়ে যায়
বিনিময়ে সাগর ভুলে কখনো কি
কিচ্ছু তারে দেয়?
নদীর মতোই জীবন আমার -----সখী
নদী হতে চায়।
০৪ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া