ছোট্ট বেলায় পাঠশালাতে
শিক্ষা মোরা নিতে চাই,
সত্য কথা বলব সদাই
সবার মাঝে জোর গলায়।
সামনে যতই আসুক বিপদ
সত্য কথা বলতে চাই,
মিথ্যা হলেও চটকদারি
আসলে তার ভিত্তি নাই।
বাবা মায়ের করবো সেবা
বৃদ্ধ হলে দুনিয়ায়
বলবোনাতো এমন কথা
তাঁরা মনে কষ্ট পায়।
অল্প খেয়ে তৃপ্ত হবো
করবো শোকর হাজারবার
মার্জিত সব পরবো পোশাক
নিত্য নতুন কী দরকার।
গরীব দুঃখীর করবো সেবা
জাত অজাতের বিচার নাই,
ধর্ম বর্ণ নির্বিশেষে
সবাই বুকে পাবে ঠাঁই।
অত্যাচারীর খড়্গকৃপান
হোকনা যতই তীক্ষ্ণ ধার,
রুখবো মোরা সবাই মিলে
সত্য ন্যায়ের কর্ণধার।