দান করে তুমি ভেব না আমি,
করেছি মহান কাজ,
গরীবের হক্ক আদায় করে,
ঝণ মুক্ত হলে আজ।
ধন সম্পদ দিয়েছেন তিনি
পরীক্ষা করার তরে,
গরীবের সম্পদ জমা রেখেছেন,
বিধাতা তোমার ঘরে।
ন্যায্য পাওনা আদায় করিতে
নেই কোন সংশয়,
তারাই তোমাকে দয়া করিবে,
তুমি তাহাদের নয়।
তোমার ক্ষুধার অন্ন যোগাতে
যে চাষা মহান
সোনার ফসল ফলায় মাঠে
করে জান কোরবান,
তাদের দয়ায় বেঁচে থাক তুমি
করো না তুচ্ছ জ্ঞান।
যে ছেলেটি সকাল বেলা,
তোমার ময়লা নিয়ে যায়,
করো না তারে হেলা।
একদিন যদি না আসে ছেলেটি
দেখবে পরের দিন,
ঘরবাড়ি তোমার দুর্গন্ধ ভরা
শরীরটা করছে ঘিন ঘিন।
গগণ চুম্বি তোমার বিশাল অট্টালিকা
বিলাসী ভবন
নির্মাণে যে মহান শ্রমিক ধরল বাজী
আপন জীবণ,
তারাই তোমাকে করিতেছে দয়া
উদার তাহাদের মন।
ওরা ভিখারি নহে, শ্রমজীবী ওরা
ওদের কাছে রয়েছে তোমার ঝণ
ধন সম্পদের মোহে তুমি আজ
হয়েছ বিবেকহীন,
কখনো ভাবনি বাজিতে পারে
তোমার মরণ বীন।