দুনিয়ার রঙে ঢঙে ভুলে আছো প্রভুরে
খেয়ে দেয়ে ফুর্তিতে আছো বেশ মধুরে
জারিজুরি বাহাদুরি যত কর লুকোচুরি
যেতে হবে একদিন খাটবে না চাতুরি
ক্ষমতার দম্ভ দাও যত লম্ফ
হাশরের আদালতে হবে হৃদকম্প
মিজানের পাল্লায় নেকী বদি মাপা হয়
ফয়সালা হয়ে যাবে ভালো কিবা মন্দ
কেটে যাবে সহসাই যত দ্বিধা দ্বন্দ্ব।
ভালো হলে ভালো পাবে পাপী নাই নিস্তার
দোযখের আগুনেতে পুড়ে হবে অঙ্গার।
সেথায় কিন্তার কিন্তার জ্বলবে যে এন্তার
নাহি পাবে ছাড়া আর নাহি পাবে নিস্তার।
পলে পলে দিন যায় হায়াতটা কমে হায়
কবরের ডাক বুঝি কখন যে এসে যায়।
মিছে এই দুনিয়ায়
আজ আছো কাল নাই
গাড়ী বাড়ি জ্যোতদারি,
ক্ষমতার বাহাদুরি
পেতে কর জোচ্চুরি,
জোর করে কেড়ে নাও গরিবের সম্পদ
অন্যায় করে করে হয়েছো যে লম্পট
সব কিছু রবে পড়ে তুমি দেবে চম্পট
সুন্দর দেহখানা পচেগলে হবে সারা
রূপ নিয়ে কেন তবে হও এত মাতোয়ারা।
কবরের প্রয়োজন করেছ কি অর্জন?
খালি হাতে কবরেতে দিয়োনাকো দর্শন।