ছেঁড়া বাসের অন্তরাল হতে পঁচা দুর্গন্ধ
ভেসে আসে।
পক্ষাঘাতে আক্রান্ত প্রীয়তম আজ নর্দমায়
বসে কাঁদে।
রন্দ্রে রন্দ্রে বসে ক্যান্সারের জীবাণু
বিজয়োল্লাসে দাঁত কেলিয়ে হাসে।
নিঃসংকোচে শ্বাপদের হু়ংকার
আর হায়নার হাঁসি ত্রাস সন্চারে।
পক্ষাঘাতে পঙ্গু প্রিয়তম আজ
ছিন্নবাস, নর্দমায় কাঁদে।
যাকে ভালোবেসে
আজি হতে অর্ধশতক আগে
সাত সমুদ্র তেরো নদী পারের
বন্দী রাজকন্যাকে
শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে এনে
সিঁদুর পরালে ভালে,
সবুজ শাড়ীতে লাল ছোপ দিলে
বুকের রক্ত ঢেলে।
কোন অপরাধে, সে প্রীয়তম আজ
এমনি বেহাল
পঁচা নর্দমায় কাঁদে।
কিছু কি করার আছে?