আমরা বোধ হয় আছি
কেয়ামতের খুব কাছাকাছি,
কেয়ামতের আলামত হাদীস মতে
হচ্ছে প্রকাশ একে একে।
সমাজে ছিল যারা অস্পৃশ্য
তারাই আজি প্রাতঃ পূজ্য
নড়বড়ে সমাজ,
ক্ষমতায় অযোগ্য
আলেম ওলামা, জ্ঞাণি গুণি
কোনঠাসা অপমানে নূজ্য
রাস্তায় বেআব্রু কূল নারী।
যজ্ঞমত্ত এখন মাজার পূজারী।
বরকত নাহি খাদ্য দ্রব্যে
বাজার মূল্যের উর্ধ গতি।
বালা মুসিবত ঘটছে অহরহ
ঘন ঘন হচ্ছে ভূমিকম্প
জ্বিনা ব্যাভিচার ঘটনা আজ তুচ্ছ।
অজ্ঞাত সব রোগ বালাই
বিশ্ব ব্যাপী দাপিয়ে বেড়ায
হাদিস মতে ধারণা পাই স্বচ্ছ
এসবই কেয়ামতের আলামত স্পষ্ট।।
২৪ ফেব্রুয়ারি ২০২৩
কুষ্টিয়া