কেমন সেদিন হবে
কেয়ামতের মাঠে
মাটি ফুঁড়ে উঠবে মানুষ বৃক্ষ যেমন ওঠে
কেবা রাজা কেবা প্রজা,
কেবা পিতা কেবা মাতা
কেবা বোন কেবা ভ্রাতা
চিনবে না যে কেউ তো কারে
ঘোর সংকটে কেইবা হবে ত্রাতা।
ধনি গরীব, রাজা প্রজা
রিকশাওয়ালা, শিল্পপতি
রইবে না তো অসংগতি,
রইবে সবাই বস্ত্র ছাড়া।
চলবেনা আর ছলচাতুরি,
চলবেনা আর হুকুমদারি।
রাজা প্রজা সবাই সোজা
সারি সারি রইবে খাড়া
হুকুম কারো চলবে না আর
আল্লাহর হুকুম ছাড়া।
গণতন্ত্র, সমাজতন্ত্র, থাকবেনা আর কোন তন্ত্র
ইয়া নাফসি ইয়া নাফসি পড়বে সবাই একই মন্ত্র।
কার কপালে কী আছে তা ভেবে ভেবে
শিশু হবে বুড়া।
বইবে সেথা ঘামের নদী
ডুবে রবে বক্ষাবধি
সূর্য রবে অতি নীচু
টগবগিয়ে ফুটবে ঘিলু
ক্ষুৎ পিপাসায় ক্রমাগত
জীবন হবে ওষ্ঠাগত,
মৃত্যু কারো হবে না আর
বাড়বে যন্ত্রণা।
পাগলপারা মানুষ সবে
এদিক ওদিক দৌড়ে যাবে
নবী রাসুল যেথায় আছে,
কেহ যদি কিছু করে।
বলবে সবাই পারবোনা ভাই
আমি সাহস হারা।
ব্যর্থ হয়ে সবাই শেষে
ছুটে যাবে তাঁহার কাছে
যিনি রাসুল সবার সেরা।
সেজদায় পড়ি পেয়ারা নবী
কাঁদবেন শুধু উম্মাতি বলি,
বইবে অশ্রুধারা।
মহান আল্লাহ রাজী হবেন,
মাঠে এসে কাজী হবেন,
শুরু হবে বিচার কার্যধারা।
১৬ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া